বাল্যে অজগর, আম, ঈগল আছে-
ছেলেধরা, হুতুম পেঁচার ভয় আছে,
(?) প্রশ্নবোধক চিহ্ন আছে;
সব প্রশ্নের উত্তর নেই!


কৈশোরে হুল্লোড় আছে,
ক্রিকেট, ক্যারাম খেলা আছে,
ফড়িং নদীর স্বপ্ন আছে;
স্বপ্ন যাত্রার পুরুষত্ব নেই!


জৈবনে চওড়া বুকের বন্ধু আছে,
বিলুপ্ত প্রাণী প্রেমিকা আছে,
ইস্কাপনের সিরিজ আছে;
29 এর গোলাম নেই!


দ্বিতীয় তলায় মুখস্থ বই, বউ আছে,
হামাগুড়ির সংসার আছে,
সরষে দানা চাহিদা আছে,
এক দানাতেও প্রেমিকা নেই!


এক কৌটো বিষ আছে,
অব্যাহতি আছে,
সংযুক্ত কলঙ্ক আছে;
মুক্তি নেই!


নেই আর আছে'র এক্কাদোক্কা;
দৌড় প্রতিযোগিতার ফলাফল,
ভারী চোখের পাতা, কাঁপা ওষ্ঠে-
বিদায়!