বাঁচি বলো কি করে
তোমায় হারিয়ে
নেমে এলো জীবনে
কাল'বোশেখী প্লাবণ
কেঁদে কেঁদে এখন
ঝড়ছে অঝোর শ্রাবণ।


নিশিথে নিভৃতেই
থেকেছি তোমার কাছে
ভয় যেন না পাও
নিঃশ্চুপ কোন শব্দে
মায়াবতী বড় তুমি মায়াবী
তোমায় পেয়ে পেয়েছি সুখ সবি।


ভূল হয়তো ছিল
কিছু আমারি
হয়তবা কিছুটা তারও
ছিল তোমারি
শুকনো পাতার মর্মর শব্দে
শুনি যেন তোমার চলাচল
সব হারিয়ে বড় নিঃস্ব আমি
নেই আজ আর কোনই কোলাহল।