আমায় স্পর্শ করেছে প্রিয়,
তোমার মায়ার অনুভূতি ।
একটু ছোয়াঁর ইচ্ছে,
যদি পায় অনুমতি ।


ইচ্ছেটা পুকুর ঘাটে;
শুধুই দুজনে ।
জলেতে হবে ঢেউ,
টুপটাপ বর্ষনে ।


দেখবো সেই ছেলেমানুষি,
কিভাবে হয় আড়াল ।
মায়ার বৃত্তে বন্দি করে,
কিভাবে কর মাতাল ।


আমিযে পথভুলা অচিন পাখি ।
তোমার নয়নে পথ খুজি ।
করি পথ সমাপ্তির মিনতি ।
বলি, মিনতি হবেকি কবুল ?


চারিদিক দেখি আবছা আধাঁর,
তোমাকেই দেখি ঠিক ।
একটু বলবে কি,
আমি আছি কোন দিক ?


আমি মায়ায় পরেছি সখি;
প্রেমে পরেছি ।
তোমার নয়ন বৃত্তে বন্দি হয়েছি ।


তাইতো ভেবে রেখেছি,
আছি ঝুম বৃষ্টির অপেক্ষায় ।
হোক বৃষ্টি;
তখন বলবো ভালোবাসি ।