সবুজের ডাকে,
শরীরটাকে সমর্পণ করছি দূর্বা ঘাসে।
দেহ মিশিয়েছি মাটির সাথে।
প্রাণটাকে বাতাসে।


দেখি বৃষ্টির জল পাতা ছুয়ে পড়ে নদির জলে;
টুপ টুপ টুপ...।
হাওয়া পাতা নাড়ে।
বৃক্ষ নাচে নৃত্যের তালে।


হৃদয় কাপে,
এ চোখে জল ঝরে মুক্তির অনুভবে।


আমি ভাবি তাদের,
যারা এ বাংলায় এসেছিল আমার আগে।
জন্মেছিল, কথাবলেছিল বাংলায়।
তাই জীবন বন্ধক রেখেছিল মাটির কাছে।


ঘাসে তাদের প্রানের ঘ্রান;
মাটিতে দেহের।
এইতো আমি বাঙালী হয়েছি, যেটা হওয়ার শখ ছিল খুব।


কবে সেই বাঙালীদের বাংলাদেশ হবে?
ধর্মের ভিবক্তি শেষে,
আমরা বাঙালী এটাই পরিচয় রবে।


বৃত্তের উপর ঘর, তার একটি দরজা।
দরজা খুলতেই হয় দু-ভাগ।
এসো ঘরে ডুকি, দরজা বন্ধ করি না খোলার ইচ্ছেয়।