খোকন বাবু বসে একা,
মনটা ভালো নাই ।
মিষ্টি মেয়েটি বকেছে তাকে,
বলেছে গোবর ভাই ।


তাইতো খোকন যায়নি বাসায়,
খায়নি কোন কিছু ।
চারিদিক জুরে প্রজাপতিগুলো,
ফড়িং নিয়েছে পিছু ।


পাখি বলে, যাবে নাকি ?
যাবে আমার বাড়ি ?
ফুল বলে কাছে আসো,
না আসলেই আড়ি ।


ঘাস বলে একটু বস,
তাকাও আমার পানে ।
বলবো কথা তোমার সাথে,
বলব কানে কানে ।


ব্যাঙ বলে লাফ দিয়ে,
আসবে নাকি ঝাপ দিয়ে ?
বিড়াল যাবে নিয়ে,
আজ তার বিয়ে ।


ভোমর বলে আমি কালো,
কিন্তু পরীর মেয়ে ।
ডানায় চড়িয়ে তোমায় আমি,
আনব ঘুরিয়ে ।


বাতাশ আসে হনহনিয়ে ।
খোকন হাসেঁ ফেলফেলিয়ে ।
পৃথিবী জুড়ে আলো ।
খোকন বাবু, খোকন বাবু, সবার চেয়ে ভালো ।