নিশি রাতের আলোকপাত,
প্রদীপের কিছু আলো ।


বাতাস স্রোতে নিভু নিভু সে;
যেন ভালোবাসায় নিষ্শেষ ।
তারা মেতেছে প্রেমে ।
তাই বাতাসের তালে এ নৃত্য তার ।


আমিও দেখছি ।
তুমিও দেখছ ।
জীবনহীন জীবন্ত প্রেম ।
তাদের মত তোমাতে বাধা,
এই জীবনের ফ্রেম ।


প্রদীপের আলোয় অপরুপ তুমি ।
বাতাসের শীতলে মুগ্ধ ।
তোমাতে চেয়ে মনে মনে লিখি,
পদ্যের পর গদ্য ।


তোমার প্রতি ভালোবাসা আমার,
হবেনা কখনো শেষ ।
যত দীর্ঘ হয় জীবনখানি,
হলেও কভু শেষ ।


দেখবে আমার ভালোবাসা,
যদি অসুখে পর ।
চোখের জলে ভিজিয়ে রুমাল,
জলপট্টি দিব ।


যদিও জীবনখানি মরে যাবে;
শুকিয়ে যাবে ফুলের মত ।
পাবে সুভাস আজীবন ।
স্মৃতির পাতা নেড়ে দেখ,
করব নতুন নিমন্ত্রন ।