আমি দেখেছি শ্রাবনের দিনের
বৃষ্টির টুপটাপ ।
মনের আড়ালের অনুভুতির
অদ্ভুত এক ভাব ।


পরশ পেয়েছি শীতলের;
জলের ছোয়ায় ।
হাওয়ায় মেশানো বৃষ্টির গন্ধ
করেছে পাগল আমায় ।


কল্পনা করেছি তারে,
গভিরে ভেবেছি খুব ।
আমার উঠোন মাঝে
তার নুপুরের ঝুমঝুম ।


ঝিরি ঝিরি ফোটায় অস্পষ্ট সে,
উল্লাসে করে স্রান ।
নৃত্যের তালে উঠোন কাপায়
না-দেখে আমায় ।


দু হাতে ভরে বৃষ্টির জল
কপালেতে ছড়ায় ।
আকাশে তাকায়, মুগ্ধ সে;
বৃষ্টিকে স্বাগত জানায় ।


আমি দেখেছি সে চোখ দুটি,
মায়বিনী এক ভাব ।
সুখ উল্লাসের আড়ালে লুকানো,
সরলতা চুপচাপ ।


যদি বৃষ্টির শেষে আমায় দেখে
লজ্জায় হও চুপ ।
মনে জমানো আবেগখানি
থাকবে না নিশ্চুপ।