করোনার ডরে ---- কোণঠাসা হয়ে থাকি ঘরে।
লক ডাউনের উপর লক ডাউন ---- মনের জোর করেছে খুব ডাউন।
মাইকে শুনে ইমামের কণ্ঠস্বর ----- ভয়ে বুক কাপে থরথর।
কার নাম বলে না জানি ---- গড়িয়ে পড়ে চোখের পানি।
বাড়ছে করোনা প্রবল বেগে ---- কাড়ছে জীবন প্রবল রেগে।
শুনেছি সাবধানের মার নেই ----- করোনার কালে এ কথাও খাটে নাই।
গার্মেন্টস খোলা মার্কেট বন্ধ ---- মানবতা আজ হয়েছে অন্ধ?
আল্লাহ্ ছাড়া উপায় আছে কি? ---- বান্দা যতই ঢালো পান্তা ভাতে ঘি।
এসো ডাকি দয়াময়কে ---- যিনি একাই পারেন ঠেকাতে বিপদকে।
এই রমজানের উছিলায় ---- বিশ্ব থেকে করোনা যেনো নেয় বিদায়।
বিদায় হউক করোনা চিরতরে ---- বাঁচার আশা জাগুক সবার অন্তরে।
আবার পৃথিবী উঠুক হেঁসে ---- নতুন প্রভাত আসুক সোনালি রবির বেশে।