তুমি আসবে বলে সেজেছে দিন
মহুয়া ফুলের গন্ধে
বাজছে সরোদ মধুর সুরে
নাচছে ময়ূর ছন্দে।


সেজেছে পলাশ লাল রঙ মেখে ঠোঁটে
উতলে উঠছে হৃদয় বারেবারে
দেবো ভালোবাসা সব উজাড় করে
তোমার দুহাত ভরে।


মন পুকুরে কাটছে সাঁতার
স্বপ্নের শতদল গুলি
তোমার আগমনের খুশিতে
ফুটেছে সব পাপড়ি খুলি।


কাঁপছে হৃদয় থরো থরো করে
মন মেতেছে মহুয়া টগরে
ভিরবে তোমার মন পবনের নাও
কখন আমার হৃদয়ের নোঙরে।


অনন্ত অপেক্ষা শেষ হয় না আর
আকাশ টাও নেই নীলে
ঝর্না ঝরে পরে দু চোখের পাতায়
উড়ে না সুখ পাখি আকাশে সোনালী পাখা মেলে।


তুমি ফিরে আসোনি আর
অপেক্ষার পালা শেষে
হৃদয়ের নদী ভেঙে দিয়েছে
বুকের দুই পাড় অবশেষে।