দুর্বোধ্য মোর আলেখ্য,সম্ভ্রমের বেড়িতে বাধা;
দর্শনে নির্বোধ এর মতো, তাই বলে কি অহম গাধা?


গহিনে সত্তার লুকায়িত,গহিনে পঙ্কিল সত্তা!
ধ্বংস অহমের অনিবার্য,তাহিতো স্বয়ং তাহার দত্তা।


কর্দম এই আত্না কহে,


"সুশীল মানবের বেষ্টনীতে করিস না মোরে দূষণ;
নিজের কলুষতায় দূষিত স্বয়ং,
চির ঝিলিকের ভূষণ!"


বিদীর্ণ আক্ষেপে পাঁক আত্না মোর,
কহিল স্তুতি আলোর;
বিধিই যখন রচন বিধির, কীর্তন তখন ভালোর!


ভাবে লোকে নির্বোধ মোরে, নিপুণ ছিলাম কবে?
কর্দমাত্না দুর্গম প্রান্তে, শিখা নয় কি অহম তবে?