পথঘাট উঁচু নিচু তার;
আকা বাঁকা তার মেঠো পথ।
চলা যায় না রাস্তায়,
যদি মানুষ হয় সৎ।
কত ধুলোবালি খেতে হবে মোর!
কত খাব তা আর।
তৃষ্ণার্ত কাক আমি;
হে খোদা!দাও আমায় খাবার।
চাকচিক্যের সৌন্দর্যে,
মলিন হয়ে গেলাম আমি;
কত ব্যথা সইব আর!
খোদা,দাও আমায় একটু পানি!
উঁচু-নিচু এর পথঘাট,
ভাল্লাগে না আর!
যেখানেই যাই,
দেখি উড়িতেছে রিক্সা!
আবার পড়ে যায় তা হঠাৎ।
কবে ঠিক হবে রাস্তাঘাট,
কবে হাঁটিব ঠিকভাবে!
এবার বলিব অন্তর্যামীর কাছে;
এভাবে কি আর ভাল্লাগে!
মায়াকাননের আঁচলে হারাতে চাই আমি,
কত দেখিব আর ফ্যাংশা!
রাস্তা এর ঠিক হয় না গো,
আর কি ভাল্লাগে!
শাস্তি এর ভোগ করিতে হয়,
পথ আর ঘাটে!
রাস্তা ভাল না মান্ডার;
পড়ে যায় রিকশা;
আবার কত পড়ে গাড়ি।
কোলাহলপূর্ণ গোধুলিতে মানুষ,
কিভাবে ফিরিবে বাড়ি?
দেখা যায় ফিটফাট,নিচে দিয়ে সদরঘাট!
এই হল অবস্থা,বলছি আপনাকেই বলছি জনাব;
নিন এর ব্যবস্থা।