সত্য বলে,"আমাকে আঁকড়ে ধর;সফল হবে তুমি। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে যত জ্ঞানী আর যত গুণী।"
মিথ্যা বলে"আমাকে ছাড়া কিভাবে থাকিবে তুমি?থাকিতে দেব না আমি;যেতে দেব না সত্যের দ্বারে;
এ কথাটুকু মানি।"
এখন কোথায় যাই আমি!
ধরি সত্য না ধরি মিথ্যা,মনে মনে ভাবি।
তাই সত্যকে বলি,"ভাই,দাও আমায় মুক্তি;
তাহলে করিব মিথ্যার সাথে চুক্তি।
মিথ্যার দ্বার বন্ধ করে দেব;
ঘুচে যাবে সব গ্লানি।"
সত্য বলে,"আমাকে আঁকড়ে ধর;সফল হবে তুমি।"
মিথ্যা বলে,"আমায় ছাড়া যেতে পারবি না সত্যে;এ কথাটুকুই মানি।"