আমি তোমার সাথে রৌদ্রস্নান করি
আর তার সাথে ভিজি বৃষ্টিতে,
রৌদ্রস্নাত তুমি-আমি
মাঝে মাঝে কেঁদে চলি অমাবস্যায়
সেই কান্নার ধারায় ভেসে বেড়াই
তার সাথে
ভরা পূর্ণিমার রাতে।


মনের আকাশ যখন ভীষণ মেঘলা
তখন তুমি এসে বৃষ্টি নামাও,
আমি ভিজতে থাকি,অবিরত ভিজতে থাকি
ভেজার শেষপ্রান্ত কেমন আমি জানিনা
কারণ কোন এক সময় সে এসে দাঁড়ায়
হাতে নিয়ে ছাতাটি
যেখানে পেতেছি মাথাটি।


তুমি আমাকে আগুন হতে বলো
তাই জ্বলে উঠি মাঝে মাঝে
কিন্তু সে আমাকে কয়লা হতে দেয়না
সে বাতাসের কাছে ছড়িয়ে দিতে বলে
আমার প্রতিটি কণা,আমিও উড়ে যাই
তার সাথে
হাত রেখে তোমার হাতে।


-সংক্ষেপিত


(পাঠকের বোঝার জন্য : এখানে ‘তুমি’ ও ‘সে’ আমার ভেতরের দুটি সত্তা)