বাঙালি তোমার বছর শেষ
৩১শে ডিসেম্বরে,
বাঙালি তোমার বছর শেষ
বিদেশি আড়ম্বরে।


বাঙালি তোমার নববর্ষ
এখন ১লা জানুয়ারি,
বাঙালি তোমার কন্ঠে আজ
বিদেশী ভাষায় ভারী।


ঐতিহ্য ভুলে বাঙালি এখন
কোট-টাই-প্যান্ট পরে,
বিদেশি ভাষায় শিক্ষিত বাঙালির  
বাংলা বলতে লজ্জা করে।


মা  বাবাকে তারা এখন
মাম্মি-পাপা বলে,
ইংরেজি তাদের প্রথম ভাষা
বাংলাটা না শিখলেও চলে।


বছর শেষে পার্টি করে
ঘোরে-ফেরে খায় কত!
১লা বৈশাখ ভুলেছে তারা
ভুলেছে নববর্ষ।


বাংলা নাকি অচল ভাষা  
কোথাও চলে না,
বাংলা ভুললেও চলে যাবে
ইংলিশ ভুলো না!


**************