রমরমিয়ে আসছে পুজো, জাঁকজমকে হবে,
আমার দেশের জ্যান্ত দুর্গা পথেই পড়ে রবে,
অতি আড়ম্বরে সাজছে মন্ডপ, জ্বলছে আলো চারধারে,
আমার দুর্গা লাঞ্ছিত হয়ে, কাঁদছে বসে আঁধারে ।
নানা উপাচারে মাটির মেয়েকে বিশ্ব করবে বরণ,
আমার দুর্গা গর্ভে মরছে, কন্যাভ্রূণ তার কারণ।
পঞ্চব্যাঞ্জনে সাজানো খাবার, মা যে দুর্গতিনাশিনী,
অভুক্ত হয়ে ভিক্ষুক আজ আমার গর্ভধারিণী।
উজ্জ্বল বস্ত্রে সজ্জিতা মাটির প্রতিমা,
আমার দুর্গা টুকরো কাপড়ে লজ্জা নিবারিতা।
মাটির দুর্গা হচ্ছে পূজিতা বহু সম্মানে,
আমার দুর্গা মুখ লুকোচ্ছে, পথে ঘাটে অপমানে।
বিশাল বিশাল মূর্তি গড়ে সাজাচ্ছো অলংকারে,
আমার দুর্গা অত্যাচারিত, আবদ্ধ সংসারে।
তোমার দুর্গা বিশ্ব জননী, জগতের স্রষ্টা,
আমার দুর্গা বিসর্জিত বোধনে, হয় লগ্নভ্রষ্টা।
আমার দুর্গাও উঠবে গর্জে, হস্তে ধরবে খড়্গ,
ত্রিশূল হস্তে রণহুংকারে,কাঁপাবে স্বর্গ-পাতাল-মর্ত্য।
তোমার দুর্গা অসুর নিধনে, হয় মহিষাসুরমর্দিনী,
আমার দুর্গা সমাজের বুকে, হোক অসুরঘাতিনী।


*****************************