বাংলা ভাষা উড়িয়েছে নিশান
বিশ্ব দরবারে,
বাঙালি হয়ে বাংলা কেন
বলতে লজ্জা করে!


বিশ্ব মাঝে বাংলা বলে
২৬ কোটি প্রতিদিন,
এমন ভাষায় সমৃদ্ধ হও
নইযে মোরা দীন।


এ ভাষায় গায় জাতীয় সঙ্গীত
স্বাধীন দুটি রাষ্ট্র,
এ ভাষায় কথা বলতেন
রবীন্দ্রনাথ-বিবেকানন্দ।


এ ভাষা নয় জাতির ভাষা
এ ভাষা অন্তরের,
বিশ্বজুড়ে বিরাজিত ভাষা
সুভাষ- নজরুলের।


এ ভাষার টানে দেশে ফিরেছিলেন
আমাদের মধু কবি,
এ ভাষা হল জাতীয় ভাষা
এ ভাষা রৌদ্র-রবি।


এ ভাষার জন্য ঝরে গেছে
কত লক্ষ লক্ষ প্রাণ,
এ ভাষা আজ প্রতিষ্ঠিত
বিশ্বের সম্মান।


বহু মনিষীর মনের খবর
হৃদয়ের জানলা,
বিশ্ব মাঝে উন্নত শির
গর্বের বাংলা।
**********