পৃথিবীর আজ অসুখ করেছে
মানুষ লুকিয়েছে মুখ ,
সামাজিক দূরত্ব রাখতে গিয়ে
মন গিয়েছে দূর।


বিপদে পড়লে কেউ তো আর
বাড়িয়ে দেয়না হাত,
ধর্মের বিভেদ ভুলেছে হয়তো
এখন ভাইরাসটাই জাত।


মনুষ্যত্ব আজ চলে গেছে দূরে
মুখে থেকে গেছে বাণী,
মানুষ মানুষকে পারছেনা ছুঁতে
মুছে যাক এ গ্লানি।


সমাজের বুকে শোনা যাক আবার
মনুষ্যত্বের স্পন্দন,
হিংসা, বিভেদ দূর হয়ে যাক
গড়ে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন।
****************