জানো তো মা!
রাস্তায় পড়ে আছে এক রক্ত মাখা লোক,
মাঝে মাঝে নিচ্ছে শ্বাস বন্ধ কিন্তু চোখ।
চলো না মা, একবার না হয় দেখি কী হয়েছে!
সবাই তাকে পথে ফেলে যাচ্ছে মুখ ফিরিয়ে।
আমরাই না হয় বাঁচিয়ে তুলি ফেরাই তার প্রাণ,
সুস্থ করে বাড়ি পাঠাই জীবনের আহ্বান।
মায়ের মুখে ধমক ভীষণ একদম নয় ঝুঁকি,
ছোট্ট তুই বিপদ বড়ো বুঝিস কিছু তুই কি!
বরং তুই খবর দে সুমন আসুক দেখে,
বিপদ যদি বুঝি তখন পারবি যেতে সরে।
মায়ের কথা শুনে অবাক চোখে তাকায় খোকা,
সুমন তো তারই বয়সই মা কি তবে বোকা!
আমার যদি হয় বিপদ ওরও তো তবে হবে,
নিজের ছেলের বিপদ বোঝে তবু পরের ছেলে যাবে।
বছর ষোলোর খোকা ভাবে কী বিচিত্র এই দেশ,
আপন জিনিস আগলে থাকুক অন্যের হোক শেষ।
আপন পর বিভেদ ঘুচুক হোক সবই আমাদের,
সকল প্রাণে মনুষ্যত্ব ফিরুক প্রাণ বাঁচুক জীবের।
****************************