অতি আড়ম্বরে ‘বিশ’-কে
আমরা করেছি বরণ,
প্রতিনিয়ত দংশন করে
বিশের বিষাক্ত ছোবল।


জনজীবনে বিশ আজ
অভিশাপ হয়ে দাঁড়িয়েছে,
অর্ধেক বছর গেছে সবে
অর্ধেক এখনও বাকি আছে!  


মহামারি, ঘূর্ণিঝড়, ভুমিকম্প
আর কি আছে বাকি?
প্রতিনিয়ত স্বজন হারাচ্ছি
‘বিশ’ আজ সর্বগ্রাসী।


বিশের বিষ কণ্ঠে ধারণ
নীলকণ্ঠের হোক জয়,
বিশের বিষ দূর হয়ে হোক
বিশে বিশে বিষক্ষয়।


*******