একদিন গঙ্গার পাড়ে বসে আছি একা একা,
চারিদিক নিস্তব্ধ নিঃঝুম।
সন্ধের কোলে কোলে ঝি ঝি পোকা ডাকে,
নদীর জল বারবার ধাক্কা মারছে নদীর পাড়ে।
পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই পাশে।
নিস্তব্ধ নিঃঝুম রাতে হতাশা ভিড় করে আসে,
হঠাৎ করে চোখের সামনে ভেসে আসে এক ছায়া মূর্তি!
কে! কে! এই ছায়া মূর্তি! প্রশ্ন ওঠে মনে,
সে বলে নিজের মনের জোর বাড়াতে পারে নিজের মনই,
নিজের ভেতর আগুন জ্বালাতে পারো একমাত্র নিজেই।
তাই হতাশা দূরে সরিয়ে বাড়ি ফিরে যাও,
ফিরে যাও এই ক্লান্ত দিনের সকল ক্লান্তি কাটিয়ে।
নতুন করে শুরু করো আবার নতুন আবেশে,
এইভাবেই থমকে যাওয়া পথ আবার শুরু হয়,
জীবনের বাঁধা বিপত্তি পেরিয়ে,
জীবন ফেরে আপন ছন্দে,
নিজের মতো নিজের কাছে।।
******************