লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে
একবার তার দিকে মুখ ঘোরাও,
এক বুক স্বপ্ন নিয়ে যারা হাসতে হাসতে
ফাঁসির মঞ্চে জীবন বলিদান দিয়েছিল,  
একবার তাদের দিকে মুখ ঘোরাও।
যে স্বাধীনতা মায়ের চোখের জল ঝরায়,
বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়,
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
যে স্বাধীনতা মানবতা হারায় প্রতিমুহূর্তে,
পথের ধারে অসুস্থ মানুষকে দেখে মুখ ফেরায়,
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
যে স্বাধীনতা বধূকে পুড়িয়ে হত্যা করে
পণের জন্য অত্যাচার করে, কন্যাভ্রূণ নষ্ট করে,
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
যে স্বাধীনতা কেড়ে নেয় শিক্ষার অধিকার
আজও, এতবছর পরে বাধ্য করে বাল্যবিবাহে,
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
যে স্বাধীনতা ধ্বংসের পথে নিয়ে যায় যুব সমাজকে
প্রতিশোধের নেশায় মত্ত করে তোলে,
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
যে স্বাধীনতা রোগ নিয়ে ব্যবসা করে
মৃত ব্যক্তিকে রেখে দেয় ভেন্টিলেশনে
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
যে স্বাধীনতা ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে বিভেদ করে,
আজও কিছু মানুষকে অভুক্ত রাখে,
আমরা কি সেই স্বাধীনতা চেয়েছিলাম?
২০০ বছরের প্রাণপণ লড়াইয়ে যে স্বাধীনতা এসেছিলো
আজ ৭৩ বছর পরে আমরা কি তা রক্ষা করতে পেরেছি?
আমরা কি পেরেছি সেই মহান্ বিপ্লবীদের
আত্মবলিদানের মর্যাদা দিতে?
আমরা শুধু নিজেদের কথা ভেবেছি,
নিজেরা ভালো থাকতে চেয়েছি,
অন্যকে বেঁধে রেখে পরাধীনতার শৃঙ্খলে।

***************************