এই প্রথম নববর্ষের প্রাণ নেই,
চারিদিক থমথমে।
মানুষের মনে আনন্দ নেই,
প্রাণ খোলা হাসি নেই,
মহামারীর করাল গ্রাসে
ছারখার হয়ে যাচ্ছে চারিদিক।
মৃত্যুভয় তাড়া করছে প্রতিনিয়ত।
দেশজুড়ে বন্ধ সব,
করোনার ভয়ে।
বিশ্ব এখন মুখ ঢেকেছে
নানা রঙের মুখোশ।
বসন্তের শেষে কোনো
উচ্ছ্বাস নেই বাঙালির মনে।
নতুন বছরের আনন্দ নেই
বৈশাখের সুর নেই।
এই প্রথম দোকানে দোকানে
হালখাতা হলো না।
ভোর থেকে মন্দিরে মন্দিরে
ভিড় জমল না।
বাঙালির পাতে নানারকম
মাছের পদ পরলো না।
টিভিতে বিভিন্ন শিল্পীর সুরে
বর্ষবরণের লাইভ হলো না।
সন্ধ্যেবেলায় পাঞ্জাবী পড়ে
বাঙালি ঘুরতে বেরলো না।
সব কেমন যেন থমকে গেছে,
আজ বাঙালি গৃহবন্দী।
বাংলা ক্যালেন্ডারে ১৪২৭-এর বৈশাখ,
একলা হয়ে থেকে যাবে।
বর্ষবরণের আনন্দ নিল
বাঙালি ঘরে বসেই।
আমরা বাঙালি,আমরা ভারতীয়
আমরা হারতে শিখিনি,
করোনা যুদ্ধে জয়ী আমরা হবোই।
নিয়ম মেনে ঘরে থেকে
যুদ্ধ করব জয়,
একই সাথে গাইব মোরা
'আমরা করব জয় নিশ্চয়'।