শরৎ এলো শিউলি শোভায়,মনটা কিন্তু ভারী,
চারিদিক অনিশ্চয়তায়, কেমনে আসবে মা বাপের বাড়ি!
তোমার আসার প্রতীক্ষাতে একটি বছর পার,
বছর ঘুরলো, দিনও আসছে আসা অনিশ্চয়তার।


বিশ্ব এখন মুখ লুকিয়েছে মুখোশের আড়ালে,
কেমনে মা ভালো থাকি প্রিয়জন হারালে!
তোমার কৃপায় ফিরুক চৈতন্য মনুষ্য অন্তরে,
তোমার কৃপায় বিগলিত হোক পাপী সমভিব্যাহারে।


এসো মা জননী রক্ষা করতে তোমার সন্তানে
'করোনাসুর' বধ্ হোক মোদের মিলিত উদ্যমে।
শঙ্খধ্বনিতে বরণ করবো তোমায় সপরিবারে
আঁধার কেটে আলো আসুক শিউলি ফোটা ভোরে।


****************************