তুমি কি দেখতে পাচ্ছ শিশুর গভীর যন্ত্রণা,
এ আর্তনাদ বিশ্বের প্রতি কোণায় কোণায়
রন্ধ্রে রন্ধ্রে শোনা যাচ্ছে।
ক্ষুধার্ত শিশুর হাহাকার শোনো,
সমাজের দেওয়ালে কান পেতে শোনো
শিশু শ্রমিকের আর্তনাদ।
যে শিশুটা হচ্ছে পাচার তার কান্না শোনো।
একবার গর্জে ওঠো অন্যায়ের বিরুদ্ধে,
একবার শুধু একবার রুখে দাঁড়াও।
শিশুর অধিকার ফেরানোর লক্ষ্যে
সমাজের বুকে ফুটুক 'কুঁড়ি',
ভালোবাসা দিয়ে ফুল ফুটিয়ে।
*****************