ক্ষণে ক্ষণে রঙ বদলায়
নানান রূপের প্রকাশ,
একেক স্থানে একেক রকম
ঘটে বহিঃপ্রকাশ।


মনুষ্যরূপের মুখোশ পরে
বন্ধু সেজে থাকে,
সময় হলেই বদলায় রঙ
বিপদে ফেলে সবার মাঝে।


দূরত্ব বজায় রাখতে হবে
নাহলে আছে ভয়,
মানুষ যত রঙ বদলায়
ততটা গিরগিটিও নয়।


****