আমরা যখন সোফায় বসে
দেখছি টিভি মনের আশে,
কারো তখন উড়ছে যে চাল
মনে ভীষণ ক্ষত বাড়িয়ে।
আমরা যখন মনের সুখে
পঞ্চব্যঞ্জন খাচ্ছি বসে গোগ্রাসে,
খিদের জ্বালায় কাঁদছে শিশু
কেউবা তখন মুচকি হাসে।
প্রবাসী শ্রমিক কাজ হারিয়ে
হাঁটছে পথে হাজার হাজার,
কেউবা তখন ব্যাগ দুলিয়ে
চলছে কিনতে মাছের বাজার।
কারো ঘরের শিশুটি যখন
নিশ্চিন্তে মা’র কোলের কাছে,
প্লাটফর্মের এক নিষ্পাপ শিশু
বোঝেই না মা মরে গেছে।
এমনি করেই কেটে যাবে
হয়তো বছর মাস,
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কি একদিন
গুনতে হবে শুধুই লাশ?


**********