জেগেছে নারী বিশ্বজুড়ে প্রজ্বলিত অগ্নি,
ছুটছে সে তীব্র বেগে কম্পিত ধরণী।


রুপের লড়াই ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো জ্বালে,
আমার দেশের ক্লান্ত দিনে নারীই স্বপ্ন বোনে।


তবুও কোথাও আঁধার ঘনায় মায়ের চোখে জল,
পণের জন্য জীবন মোছে, কন্যা সম্বল।


আজও কোথাও স্বপ্ন মোছে আমার ছোট বোন,
জীবন বোঝার আগেই দেখে বিবাহিত জীবন।


মুখোশ পড়ে দাঁড়িয়ে মানুষ পথের ওই প্রান্তে,
অ্যাসিড ছুঁড়ে পোড়ায় মুখ বোনের অজান্তে।


নৃশংস সমাজের বুকে দাপায় কিছু দানব,
আমার বোন শিকার তাদের, লাঞ্ছিত মহামানব।


তবুও নারী স্বপ্ন দেখে নতুন সুর্যোদয়ের,
কৃষ্ণকলির মুখের হাসি আমার সোনা মায়ের।


নারী তুমি গর্জে ওঠো লড়াই হোক বাঁচার,
শাণিত অস্ত্রে অসুর বধে ছিনিয়ে নাও অধিকার।
*******************************