তুমি পাথরের গায়ে ঠুকেছিলে পাথর,
কাগজের গায়ে ঘষেছিলে কলম,
তুমি স্বপ্ন হারিয়ে দুচোখ মেলেছিলে,
নূপুর বাজিয়েছিলে ছমছম।
তুমি বৃষ্টির কণা মেখেছিলে গায়ে,
নদীতে ডুবিয়েছিলে পা,
সাগর পাড়ে পথ হেঁটেছিলে,
ভালোবাসায় ভাসিয়েছিলে গা।
আলো আঁধারির‌ নেশায় মেতেছিলে,
দিশা খুঁজেছিলে পথের,
প্রেমের সাগরে মন ভাসিয়েছিলে,
স্বপ্ন দেখেছিলে জয় রথের।
***************