নিঃশব্দ কান্না চাপা পড়ে থাকে বালিশের নীচে,
মরুভূমির বালুরাশি মরীচিকায় সাজে।
ক্লান্ত পথিক জলের খোঁজে মরুপথে ধায়,
হৃদয়ের ক্রন্দন বালিশে কান পাতলে শোনা যায়।
ব্যর্থ তুমি নয়কো, আপন মেরুদন্ডে ভরসা রাখো,
জবাবের নেশায় মেতে, বহ্নিশিখা জ্বালিয়ে রাখো।
এ জীবন শুধুই তোমার তাই লক্ষ্য রাখো স্থির,
সমালোচনার জবাব দাও আগুন জ্বালাও বীর।
সৃষ্টি হোক নতুন ভোরের আলোয় জাগুক মন,
জীবন জয়ের সাক্ষী থেকে ছিনিয়ে নাও সিংহাসন।
*****************************