কাব্যের ধারে কাছে আমি নেই।
তুমি যখন তপ্ত দুপুরে শীতলতা খুঁজছিলে,
যখন ব্যস্ত অফিসপাড়া কলমের ঘসঘসানি
আর কীবোর্ডের ফটাফট আওয়াজে সরগরম,
আমি তখন আমার দুনিয়ায়
ছন্দ মেলানোর চেষ্টায় রত।


কল্পনার ডানায় ভর দিয়ে যাচ্ছি উড়ে,
ভাঙ্গা কার্নিশে কিংবা ঘুলঘুলি ছুঁয়ে
বসছি চিলের ছাদে।
আমার ছয় ঋতু মিলে মিশে একাকার,
শব্দের ফিসফিস, ছন্দের খুটখাট চলছে অবিরত
তবু কাব্যের ধারে কাছে আমি নেই।
****************************