আজ আর কেউ পাশে থাকেনা,
সবাই মুখ ফিরিয়ে নেয়,
যতদূর চোখ যায় শুধু মুখোশের ভিড়,
মুখোশ আর মনুষ্যত্বে দ্বন্দ্ব চলে রোজ।
আজ আর কেউ পাশে থাকেনা।


আজ আর কেউ বলেনা প্রয়োজনে ডাকতে,
কেউ এগিয়ে আসেনা হাতটা ধরতে,
ঘন্টার পর ঘন্টা অসুস্থ মানুষ রাস্তায় পড়ে থাকে,
মৃত্যুর কোলে ঢলে পড়ে তবু কেউ ফিরেও চায়না,
আজ আর কেউ পাশে থাকেনা।


আজ আর কেউ বলেনা বিপদে আছি পাশে,
আত্মীয়রাও মুখ ফিরিয়ে নেয়,
প্রতিদিন লড়াই চলে ক্ষুদ্র এক ভাইরাসের সাথে,
এইভাবেই বেঁচে থাকা অনিশ্চয়তায়।
আজ আর কেউ পাশে থাকেনা।


আজ চেনা মানুষগুলো হারিয়ে গেছে অচেনার ভিড়ে
অসহয়তার কালো মেঘে ঢেকেছে আকাশ,
সামাজিক দূরত্ব পরিণত হয়েছে মনের দুরত্বে,
মানুষগুলো আজ বড়ই অচেনা।
আজ আর কেউ পাশে থাকেনা।



*************************