কবিতার জন্য স্বপ্ন দেখি
কবিতাতেই আসে প্রেম,
বিরহে ভরসা আমার কবিতা
ক্ষতস্থানে প্রলেপ।


কবিতা আছে জননী রূপে
করে সত্যের সন্ধান,
কবিতার জন্য রক্ত ঝরেছে
আজ প্রতিষ্ঠিত সম্মান।


প্রতিবাদে কলম গর্জে ওঠে
কবিতার জন্যই সুর,
কবিতা আঁধারে দ্বীপশিখা
কবিতা শ্রুতিমধুর।


কবিতার জন্যই আসে প্রেম
হয়তো কবিতার জন্যই জন্ম,
কবিতাই মনে ভরসা যোগায়
কবিতার জন্যই চাই পুনর্জন্ম।


***************