তোমরা রোদে পুড়ে, জলে ভিজে
ফসল ফলাও রোজ,
তোমরা সবাই কেমন আছো?
আমরা নিইনা খোঁজ।

ক্ষেতে তোমরা ফসল ফলাও
পেট ভরে তায় সবার,
দুবেলা দুমুঠো পাও কী খেতে
অন্ন জোটে তোমা-সবাকার?


মহাজনের দাদন নিয়ে
বীজ বোনো জমিতে,
হঠাৎ ঝড়ে কিংবা জলে
মিশে যায় সব মাটিতে।


যেটুকু ফসল ফলছে
তার দামও পাওনা ন্যায্য,
অন্নদাতা, তোমরাই ভিত
বোঝেনা সমাজ আজও।


চাষা বলে তুলনা করে
অশিক্ষিতের সঙ্গে,
তোমরা পেট ভরাও বলে
শিক্ষিতরা থাকে রঙ্গে।


তোমরা শুধুই স্বপ্ন দেখো
পূরণ হয়না আর,
ভালো থেকো ভাই কৃষক বন্ধু
শপথ নাও বাঁচার।


*****