মাদার্স ডে - তে উইশ করি
ছবি দিই ফেসবুকে,
মাকে নিয়ে কত কথা
লিখি আমরা ওয়াল জুড়ে।
সন্ধান করে দেখতে পারো
ক'জন মায়ের খোঁজ রাখে!
লিখছেন অনেক সময়
জুড়ে, করছেন পরিশ্রম,
সবাই যদি ভাবতো এমন
থাকতো না কোনো বৃদ্ধাশ্রম।
সন্তান থাকতেও বৃদ্ধা মা,
পরের দুয়ারে ভিক্ষা করে।
সন্তান মায়ের মৃত্যুর পর,
জাঁকজমকে শ্রাদ্ধ করে।
আত্মীয় স্বজন বলে তখন,
দেখেছো কেমন খরচ করলো,
নামসংকীর্তন, খাওয়া-দাওয়া
সবই কেমন দারুন হলো।
পারসে, ইলিশ, ভেটকি
হরেক মাছের ছড়াছড়ি,
সঙ্গে আছে মিস্টি, দই,
মায়ের পছন্দের তরকারি।
জাঁকজমকে শ্রাদ্ধ হলো,
আনন্দ হলো ভরপুর।
'মা' কিন্তু অভুক্তই থাকলো,
জীবিত কিংবা স্বর্গপুর।
বোঝা নয় ভালোবাসা
বুঝবে সন্তান যেদিন,
বৃদ্ধাশ্রমও থাকবে না
'মা' কাঁদবেও না সেদিন।
মা থাকুক হৃদয় জুড়ে
বাবা থাকুক শিরে,
সন্তান থাকুক বৃক্ষছায়ায়
শান্তি থাকুক নীড়ে।


***********