মহামারি ভুলিয়ে দিয়েছে, আমার ধর্ম কী!
মহামারি বুঝিয়ে দিয়েছে, খিদের জ্বালা কী!
মহামারি চিনিয়ে দিয়েছে, কাছের মানুষ কে!
মহামারি জানিয়ে দিয়েছে, খবর রাখে যে।
মহামারি বুঝিয়ে দিয়েছে,  ধর্মে ধর্মে লড়াই বৃথা,
মহামারি বলে দিয়েছে, আসল ধর্ম মানবতা।
ভাত নেই, কাজ নেই যে মানুষগুলোর আজ,
মানুষই তাদের পাশে দাঁড়িয়েছে, করেছে পুণ্যের কাজ।
হাজার হাজার পথ হাঁটছে শ্রমিক, প্রাণের ঝুঁকি নিয়ে,
রাস্তায় তারা মরছে পিষে, দেশ যাচ্ছে পিছিয়ে।
সারাবছর মেতে থাকি, ধর্ম- রাজনীতি নিয়ে,
মহামারি বুঝিয়ে দিয়েছে, মানবতাই এগিয়ে।
বিজ্ঞানকে করে অবহেলা, ধর্মের জন্য অর্থ ঢালি,
কোটি – কোটি টাকার মচ্ছপ্ করে, ধর্মীয় উৎসব পালি।
আজ হয়তো বুঝতে পারছি, কোনটা বেশী জরুরি!
বিজ্ঞানকে উন্নত করা, নাকি ধর্মের সুড়সুড়ি!
সবাই আজ এক হয়েছেন করনাকে তাড়াতে,
এইরকম সবাই একই থাকুক, তবেই পারবো এগোতে।
ডাক্তার, পুলিস, স্বাস্থ্যকর্মী লড়ছেন আজ জীবন দিয়ে,
মানুষ তাদের পাশেই থাকুক, দেশটা যাক এগিয়ে।
শ্রমিক, কৃষক ভালো থাকুক, অন্ন জুটুক সবার,
বেঁচে থাকুক মনুষ্যত্ব, ধর্ম হোক মানবতার।
বিজ্ঞানের জন্য অর্থ ঢালবো, ধর্মের জন্য নয়,
তবেই আমরা সুস্থ থাকবো, যুদ্ধ করবো জয়।
সকলের পেটে ভাত জুটুক, মানুষ হোক বা অবলা,
করনাসুর বধ্ হোক, বাঁচুক ‘মানবতা’।


*************************