ছেলেবেলার কথাগুলো
আজ ভীষণ মনে পড়ে,
ছোট্ট শিশু ঘুমিয়ে থাকত
শান্ত মাতৃক্রোড়ে।
হঠাৎ কোন ভারী শব্দে
ভেঙে গেলে ঘুম ,
ঘুমপাড়ানি গান শুনিয়ে
মা পারাতেন ঘুম।
পাগল করা কণ্ঠ আজও
বারে বারে ডাকে,
আজও আমি ভুলিনিকো
আমার সোনা মা-কে।
শিশু যখন কথা বলে
প্রথম ডাকে “মা”
মা ছাড়া তাই সংসারে
কেউ আপন যে হয় না।
জীবন বড় ঠুনকো
জেনো জীবন বড়োই ক্ষীণ,
কিন্তু মায়ের ভালবাসা
কখনো হবে না বিলীন।
মনে যখন দুঃখ হয়,
ভাবি জীবন আমার বৃথা।
মা তখন ডেকে বলে
ওরে আমার খোকা!
তোকে ঘিরে স্বপ্ন আমার
এত কেন বোকা ?
মানুষ যখন সবই পারে
তুইও তখন পারবি,
দুঃখ, কান্না সকল ভুলে
নতুন করে বাঁচবি।
মায়ের আশিস নিয়ে আমি
নতুন করে বাঁচব,
সবাই যখন সবই পারে
আমিও তখন পারব।


***********