রক্ত মাংসের মানুষ গড়েছো
দেখিয়েছো পৃথিবীর আলো,
জ্ঞানের আচ্ছাদনে ঢেকেছো
ওগো 'মহীয়সী', দীপ জ্বালো।
মাটিকে তুমি চিনিয়েছো মোরে
নত মস্তকে করি প্রণাম,
ভালোবাসার নাম 'মা'
জননী তোমারে সেলাম।
মাটির 'মা'-কে করি পুজো
আপন মায়ের পেটে নেই ভাত,
জননীর মান ভুলুন্ঠিত আজ
হিংসায় মোদের রক্তমাখা হাত।
মায়ের আগল বোঝে মাতৃহারা
একলা পৃথিবীর বুকে,
শত কষ্টেও মা শুধুই চায়
সন্তান থাকুক সুখে।
****************