কি গো ভাই চললে কোথায়?
‘এই একটু হাওয়া বদলে যাই’।
হাওয়ার যতই বদল ঘটাও
মনে রেখো জোর,
মনের ভয় না কাটলে
বৃথাই তোড়জোড়।
রোগ সারাতে যতই তুমি
বাতাসকে করো দায়ী!
মনটা তোমার আসল ভিলেন,
করে শয্যাশায়ী।
মনটা যত থাকবে তাজা
বাড়বে তোমার শ্বাস,
মনের ওপরেই ভরসা রাখো
বাতাসে ভাইরাস।
তাইতো বলি বন্ধু তুমি
থাকো সবুজ মনে,
হৃদয়-জানলা রেখো খোলা
বাতাস লাগুক মনে।
************