মনের ঘরে নিম্নচাপের বাড়ছে জল,
মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি।
মনের মেঘের গর্জন রোজ,
ক্ষণে ক্ষণে বদলায় রঙখানি।


হয়তো নিম্নচাপ যাবে সরে,
আলোয় রাঙা মনের আকাশ।
জীবন মাঝে সরবেই বাধা
প্রাণে লাগবে মুক্ত বাতাস।


বৃষ্টি থামার পরে যেমন
কেটে যায় সকল মেঘ,
ভালোবাসায় মন ভরুক
প্রাণে থাকুক মুক্ত আবেগ।
****************