অবাক চোখে চাইছি অবিরত
মনটা কিন্তু ভীষন রকম ভারী,
মৃত্যুমিছিল বাড়ায় মনের ভয়
মন করেছে মনের সাথেই আড়ি।
আঁধার রাতে একলা হাঁটে পথিক
চোখে তার স্বপ্ন অনেক বড়ো,
ওই দেখা যায় দূরে আলোর ছটা
ভয়গুলো সব হয়েছে সেথায় জড়ো।
কাটবেই আঁধার ভোরের আলোয়
থাকুক মনে জোর,
মেঘে ঢাকা আবছা আলোয়
মনই মনের দোসর।
***************