পথের বাঁকে ভীষণ রকম ব্যস্ততা
ভিড় বাড়ছে মুখোশ পরা লোকের,
অমসৃণতা হারায় পথের খেই
স্পন্দন শোনা যায় রক্তাক্ত পথের।


অসহ্য এক যন্ত্রণায় কাতরায় আহত জীবন
মুখোশ মানুষ মনের আঘাত বাড়ায়,
ভেন্টিলেশনে হচ্ছে ক্ষত গভীর
খেই হারিয়ে জীবন এখন কোমায়।


আজও আবার পথের বাঁকে ভীড়
কিছু মানুষের মুখোশ পড়েছে খসে,
চকচকে রঙ কেমন যেন ফিকে
জীবনের সাথে আবার বাস্তবটা মেশে।


বাস্তবের সাথে মিশেছে পথের বাঁক
জীবন্ত লাশের স্থান ভেন্টিলেশন,
বাস্তবটা মুখোশ কীটের ভিড়ে
প্রতিনিয়ত কমছে অক্সিজেন।
*****************