উড়ছে উড়ুক পাখির মতো
ডানা মেলে মুক্ত হাওয়ায়,
উড়ছে উড়ুক নৃত্য ছন্দে
ভালোবাসার মিষ্টি চাওয়ায়।

আনন্দেতে যাচ্ছে উড়ে
ডানা মেলে দূর-বহুদূর,
গলা ছেড়ে গাইছে গান
কন্ঠে শুধু জয়ের সুর।


চলছে চলুক যেমন চলছে
বাধ সেধনা কিছুতে,
লক্ষ্য শুধু সামনে থাকুক
তাকিও না পিছুতে।

জীবন যুদ্ধে জয় আসুক
মনটা থাকুক শিশুর মতো,
আনন্দে জীবন ভরে উঠুক
মুছে যাক্ গ্লানি যত।

আঁধার কেটে আলো আসুক
গড়ে উঠুক নবজীবন,
জয়ের হাসি সবাই হাসুক
মুক্ত হোক্ সবার মন।


****************