আমি বারে বারে গিয়েছি ছুটে
তোমার ওই রূপের টানে,
অবাক চোখে চেয়ে থেকেছি
তোমার  মুখপানে।


আমার ভালোবাসার সাজে
সাজাতে চেয়েছি বারংবার,
তোমার মাধুর্য অঙ্গে মেখে
স্পর্শ করতে চেয়েছি হাজার।


তোমার শীতলতা শিহরিত করেছে
মাতাল মন তোমার নেশায়,
আমি আজও পথ চেয়ে আছি
তোমার ফেরার আশায়।


তোমার প্রতি বিন্দুতে মিলিত আমার মন
তোমার জন্যই কবিতা লিখি বর্ষারাণী,
তুমিই আমার প্রাণের আরাম
কন্ঠে শুধু তোমার গানই।


চারিদিকে তুমিই আছো
ছড়াচ্ছো তোমার মুগ্ধতা,
আমি তবু তোমার প্রতীক্ষায়
আমার বিনিদ্র রাতে নিঃসঙ্গতা।


*****