নকলেরই যুগে আজ
                   হচ্ছে সবই নকল,
বলতে পার বন্ধু  
                কোনটা হল আসল?
ছেলে নকল, মেয়ে নকল,
                     মা-বাবাও নকল,
চিনতে তাই হচ্ছে ভুল
                  আসল আর নকল।
বিশ্ব জুড়ে নকলেরই
                     হাট বসেছে ভাই,
বলতে পারো আসলকে আজ  
                   কোথায় খুঁজে পাই?
ডাক্তার নকল, উকিল নকল,
                 গায়কও আজ নকল,
দেবতার মূর্তিও হচ্ছে তৈরি
                  আসল থেকে নকল।
টাকা নকল, গয়না নকল,
                   সবইতো নকল,
চারিদিকে তাকিয়ে দেখি
      নকল,নকল আর নকল!
পরীক্ষাতেও হচ্ছে নকল ,
               অফিসে কারচুপি,
বইও আজ হচ্ছে নকল ,
             সবাই পড়েছে টুপি।
নকল ছেড়ে আমাদের
            বেরিয়ে আসতে হবে,
নকলেরই মাঝে
             আসল খুঁজতে হবে।
আসল যদি হারিয়ে যায়
                মানব জীবন হতে,
নকল, নকল, নকল
             সব নকল হয়ে যাবে।

*******************