শুনশান স্টেশন বসে আছি একা,
দূর অজানায় অন্ধকারের ঘনঘটা।
জানা-অজানার ভীড়ে
পথ হারিয়েছি কবে,
হারিয়েছি সুখের ছটা।
শেষ ট্রেনের অপেক্ষায় বসে আছি,
আসবে কি সুখ সেই ট্রেনে!
সুখের সাগরে ভাসবে কি সে!
ফিরবে কি দিন দুঃখের অবসানে!
************