অবুঝ মন বারেবারে শুধুই তাকায় পিছে,
কোন অজানা পথের খোঁজে মনটা আজও ছোটে।
কাজল কালো চোখের থেকে বইছে জলের ধারা,
মনের ব্যাথা মনেই থাকে জীবন মনিহারা।
ধরনীর বুকে সরণি বেয়ে ছুটছে মন আপন বেগে,
ধাঁধা মেলায় আপন নেশায় নিদ্রাহীন রাত্রি জেগে।
জয়ের ছোঁয়া পাওয়ার আশায় বসে থাকা,
চেষ্টা চলে অবিরত মিলবেই জয়ের দেখা।
স্রষ্টার হাতেই সৃষ্টি হোক ভালোবাসার বিশ্ব,
জীবন যুদ্ধে জয় আসুক ফিরুক মনোরম দৃশ্য।


***************************