অভিযোগের তীরটা তোমার দিকেই,
ছিন্ন সমাজের বুকে জ্বলন্ত বারুদের স্তূপে
তোমার ইতিহাস হাতড়াচ্ছি রোজ, তবু
অভিযোগের তীরটা তোমার দিকেই।


তোমাকেই খুঁটি করে বাঁচতে
চাইছি রোজ, প্রতিনিয়ত শত অন্যায়েও
মুখ লুকাচ্ছি তোমার পিছে, তবু
অভিযোগের তীরটা তোমার দিকেই।


জ্বলন্ত আগ্নেয়গিরির মাঝে তোমায়
ফেলে দিতে চেয়েছি, কিন্তু বিপদে বারবার
আশ্রয় নিয়েছি তোমার কাছেই, তবু
অভিযোগের তীরটা তোমার দিকেই।


যতবার ভুল করেছি তুমি মাতৃত্বের ন্যায়
ক্ষমা করেছো আমাদের, বুকে আগলে রেখেছো
নতুন করে বাঁচতে শিখিয়েছো, তবু আজও
অভিযোগের তীরটা তোমার দিকেই।


************************