পুঞ্জীভূত মেঘের ভেলা
ভাসছে আজি আকাশে,
পুজো পুজো গন্ধ কেমন
ভেসে আসে বাতাসে।


শিউলি জাগা ভোরবেলা
ঘাসের আগায় শিশিরবিন্দু,
থমকে যাওয়া পৃথ্বীবুকে
জাগছে আবার আশার সিন্ধু।


মা আসছেন ভাবনা কীসের?
হয়তো এবার হবে শান্ত,
মহামারি থামুক এবার, চাইনা
ফিরুক এ দিন 'অভিশপ্ত'।


****************