প্রশ্নগুলো যেদিন উওর খুঁজে পাবে,
সন্ধ্যাতারা যেদিন ঢাকবে না মেঘে,
ক্লান্ত দিনের শেষে শিশির জমবে,
সেদিন নাহয় আবার লিখবো।


যেদিন আবার ছন্দে ফিরবে জীবন,
ভ্রমর এসে বসবে ফুলের বুকে,
পাখিরা গাইবে মিষ্টি সুরে,
সেদিন নাহয় আবার লিখবো।


মাটির বুকে আবার শব্দ হবে যেদিন,
অঝোর বৃষ্টিতে মনের ময়লা যাবে ধুয়ে,
আস্থা ফিরবে মনের মাঝে,
সেদিন নাহয় আবার লিখবো।


সেদিন নাহয় আবার কথা বলবো,
কলম ধরবো বিশ্ব খাতায়,
তবে মনটা আজও সবার মাঝে।
নাহয় সেদিন গল্পকার হবো।
*******************