যে মেয়েটা লড়াই করছে
প্রতিদিন বাঁচার জন্য,
শত লাঞ্ছনার শিকার হয়েও
মুখ বুজে সহ্য করে সবকিছু,
সেই মেয়েটাও স্বপ্ন দেখে।


যে মেয়েটা অর্থের অভাবে বাধ্য হয়
পারিবারিক সিদ্ধান্ত মেনে নিতে,
প্রতিনিয়ত অত্যাচারিত হয়
প্রতি রাতে বদলায় হাতে হাতে,
সেই মেয়েটাও স্বপ্ন দেখে।


মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও
শুধু মেয়ে বলে পড়াশুনা শেষ করতে হয়,
বাল্যকালে বাধ্য হয় শ্বশুর বাড়ি যেতে
অত্যাচারিত হয় দিনে-রাতে,
সেই মেয়েটাও স্বপ্ন দেখে।


যে মেয়েটা প্রহৃত হয় পণের জন্য
কটু কথা শোনে প্রতিমুহূর্তে,
শ্বশুরবাড়ির লোক পুড়িয়ে মারে
মৃত্যুর আগে পর্যন্ত,  
সেই মেয়েটাও স্বপ্ন দেখে।

কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য
যে মেয়েটা গঞ্জনার শিকার,
মুখ বুজে মেনে নেয় সবকিছু
শুধু সংসারের কথা ভেবে,
সেই মেয়েটাও স্বপ্ন দেখে।


সেই মেয়েটাও স্বপ্ন দেখে দিন বদলের,
সমাজ বদলের,হয়তো আবার
নতুন ভোরের আলোয় মুছে যাবে,
জীবনের অন্ধকার।
প্রতিবাদে গর্জে উঠবে সে।


সমাজের বুকে পা দিয়ে জবাব দেবে
দুর্গা রূপে ধ্বংস করবে অসুরদের,
প্রতিষ্ঠা করবে নারীর অধিকার
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সে,
সেই মেয়েটাও নতুন দিনের স্বপ্ন দেখে।


************************